দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক তদন্ত কর্মকর্তাদের আগমন
মোঃ কামরুল ইসলাম গাজী
দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়ে নিয়ে প্রশাসনিক তদন্ত টিমের আগমন।গত ইং ১লা জুন রোজ বৃহস্পতিবার সময় সকাল ১১ ঘটিকায়। দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা ও বিশেষ করে এ্যাম্বুলেন্স চালকের বিষয় খুলনা থেকে প্রশাসনিক কর্মকর্তার নেতৃত্বে এক তদন্ত টিম দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত হয়।উপস্থিত তদন্ত টিম দাকোপের সাংবাদিকদের সাথে বিশেষ আলোচনা ও মতবিনিময় করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।এ সময়ে দাকোপ উপজেলা সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক,দাকোপ উপজেলা আওয়ামী লীগের নেতা মোঃ গোলাম মোস্তাফা খান, সিনিয়র সাংবাদিক দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি সচিন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক শেখ জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক মোকলেছুর রহমান, দৈনিক আলোর খবরের প্রধান নির্বাহী সম্পাদক সাংবাদিক ওলি উল্লাহ সাহেব, সাংবাদিক কামরুল ইসলাম গাজী সহ আশ্রয়ন প্রকল্পের রোগীর আত্মীয় আঃ কুদ্দুস ও মানিক।