দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনার সিভিলসার্জন ডাঃ সফিকুল ইসলাম


ডেস্ক রিপোর্টঃ আজ বুধবার(১৮) সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন, খুলনার সিভিলসার্জন ডাঃ সফিকুল ইসলাম। এসময়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালাসহ অন্যান্য সহকারী মেডিকেল অফিসার কর্মচারীবৃন্দ স্বাগত জানান। জানা যায়,তিনি হাসপাতালের নব-নির্মাণ ভবন পরিদর্শসহ হাসপাতালের বিভিন্ন বিষয় খোঁজখবর নেন। এছাড়া সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি জানান, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের সকলের। বিশেষ করে মানুষ মাত্রিক ভুল হওয়া স্বাভাবিক। ভুল ত্রুটি নিয়ে জীবন যাপন। তিনি আরো বলেন, এটা ৫০ শয্যা হাসপাতাল এখানে প্রতিনিয়ত ১০০ শো’র কাছাকাছি রোগী সেবা নিয়ে থাকে। সাধারণত একটু অসুবিধা হওয়াই কথা। তবে মানবিক চিন্তার মাধ্যমে বিবেচনা করলে সব সমাধান সম্ভাব। একটি সুত্রে জানা যায়, ডাঃ সফিকুল ইসলাম রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঃ পঃ কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। সেখান থেকে পদোন্নতি হলে খুলনা সিভিলসার্জন হিসেবে দায়িত্ব গ্রহন করেন। তিনি বিশেষ করে শিশুদের বিষয় অভিজ্ঞ।