দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ দরপত্র জমা দিয়েছেন আবির ইন্টারপ্রাইজ
দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ দরপত্র জমা দিয়েছেন আবির ইন্টারপ্রাইজ,
***কামরুল গাজী***
আজ দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন অকেজো মালামাল বিক্রের নিলাম দরপত্র বাক্সে জমা দেওয়ার দিন ছিল।
কোন প্রকার অপ্রতিকার ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে উন্মুক্ত ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।
গত ইং ২৬জুন ইহতে গত ইং ১০ জুলাই দুপুর ১টা পর্যন্ত ছিল, নিলাম ক্রয়ের শেষ দিন।
আজ ১১জুলাই রোজ মঙ্গলবার সকাল ১০ঘটিকা ইহতে দুপুর ১টা পর্যন্ত কোন ঝুটঝামেলা ছাড়া সকলের নিজ স্বাধীনতা নিয়ে নিলাম দরপত্র জমা প্রদান করেন।
হাসপাতাল সুত্রে জানা যায়,মোট ১৯৩টি নিলাম বিক্রি হয়। এর মধ্যে আজ মোট ২৩টি দরপত্র জমা বাক্সে জমা পড়ে।
এর ভিতর ৩টি বাতিল হয়, ২০টি সঠিক ভাবে নিয়মের আওতায় এনে সর্বোচ্চ জমা দাতা ৩টি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়।
জানা যায়, আবির ইন্টারপ্রাইজ পুরাতন যশোর রোড খুলনা, নামক প্রতিষ্ঠানটি সর্বোচ্চ( ৫,৭১৬০০) পাঁচ লাখ একাত্তর হাজার ছয় শত টাকা দরপত্র বাক্সে জমা দিয়ে সেরা দরপত্র জমা দাতা হিসেবে বিবেচিত হয়।