ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানবিক দুই ডাঃ মোঃ ইকবাল হোসেন ও ডাঃ হুমায়ূন কবির নয়নের বদলী।আজ ৯ জানুয়ারি রোজ রবিবার সকাল ১১ টার সময় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ বদলীজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা বাবু। এছাড়া উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়,দু’জনই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করবেন। এর আগে দাকোপে যোগদানের পর থেকে সুনামের সহিত তারা দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বহিরাগত ভাবে বিভিন্ন এলাকায় ফ্রী সেবা সহ গরীবের ডাক্তার হিসেবে পরিচিত লাভ করেন। তাড়াছা সব সময় অসহায় মানুষ,গরীব রোগীদের প্রতি দু’জনই উদার ও আগ্রহী ছিলেন। তাদের বদলীজনিত সংবর্ধনার কথা শুনে দুঃখপ্রকাশ করলেও দাকোপবাসি, বিভিন্ন এলাকার সুশীল সমাজ পরিচিতজনেরা সার্বিক মঙ্গলকামনা করেন।

পোস্টটি শেয়ার করুনঃ