দাকোপ উপজেলা মুক্তিযুদ্ধা ভবণে মাঝে মাঝে পতাকা শূন্য দৃশ্য চোখে পড়ে

ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলার মুক্তিযোদ্ধা ভবণে দেখা যায় না মাঝে মাঝে পতাকা। গত ইং ২৮ আগষ্ট রোজ সোমবার সারা দিন উঠিনি পতাকা। এমন দৃশ্য জাতির জন্য দুঃখজনক আর লজ্জার। বাঙ্গালী জাতি লাল সবুজের পতাকার জন্য এদেশের মানুষের জন্য রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিলেন এ পতাকা। যারা অক্লান্ত পরিশ্রম আর শরীরের তাজা রক্ত দিয়ে যোদ্ধা করে পতাকার ঘরে পতাকা উঠে না এটাও তাদের একটি বড় ব্যর্থতা। তাছাড়া একটু চোখ মেলালেই দেখা যায় ওই উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে
রয়েছে একাদিক সরকারি অফিস পরিচালনার কার্যক্রম। দাকোপ উপজেলার একজন মুক্তিযোদ্ধা আলোর খবরকে বলেন, আমাদের পতাকা উঠানো নামানোর জন্য কোন লোক নির্ধারণ করা নেই। তবে আহাদ নামের একজনের উপর এ দায়িত্ব পূর্বের ইউএনও স্যার দিয়ে রেখেছিলেন। এখনও তিনিই এ পতাকার দায়িত্ব পালন করেন। কিন্তু, আজকের বিষয়টি আমি জানি, আজ সোমবার সারা দিন কোন পতাকা মুক্তিযোদ্ধা ভবনে উঠি নাই। এটা জাতির কাছে যেমন দুঃখজনক তেমনি আমাদের কাছেও দুঃখজনক ও লজ্জার। তাই আমি ব্যক্তিগত ভাবে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের স্যারকে বিষয়টি অতীব জরুরী মনে করে মুক্তিযোদ্ধা ভবনে একজন নির্ধারিত লোক নিয়োগ করার অনুরোধ জানাই।

পোস্টটি শেয়ার করুনঃ