দাকোপ উপজেলা ব্লাড ব্যাংক এবার ভারসাম্যহীন পথচারী মানুষের
দাকোপ উপজেলা ব্লাড ব্যাংক এবার ভারসাম্যহীন পথচারী মানুষের
প্রধান নির্বাহী সম্পাদক –ওলি উল্লাহ
মানুষ মানুষের জন্য,একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না, ও বন্ধু মানুষ মানুষের জন্য।
জি আসলে কয়েক লাইনের গান। কিন্তু গান হলে কি হবে !এটাই তো বাস্তব মানুষের সেরা সেবা !
আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে এমন দরদিরা । আমাদের মাঝে অনেক হিংসা অহংকার আর গৌরবের বাহাদুরি বাসা বেঁধেছে।
কিন্তু আজ বাস্তবে প্রমাণ করে গেল দাকোপ উপজেলা ব্লাড ব্যাংক । এই সংগঠনটি দাকোপের বুকে মানবতার সেবায় নিয়োজিত সব সময়।
মানুষের সুখে দুখে বিশেষ ভাবে রক্ত দানের সেবায় মহৎ উদার সাহসিকতার সাথে দাকোপ উপজেলা ব্লাড ব্যাংক সব সময় এগিয়ে রয়েছে।
দাকোপ উপজেলা ব্লাড ব্যাংকের সদস্যদের ১০ মিনিট এর পরিশ্রমে পরিবর্তন হয়েছে একজন ভারসাম্যহীন মানুষের চেহারা ।
দাকোপ উপজেলা ব্লাড ব্যাংক পরিবার চেষ্টা করে যাচ্ছি। অসহায় মানুষের জীবনের মান পরিবর্তন করে নতুন সমাজ গড়তে।
চালনা পৌরসভা এলাকা ঘুরে দেখা যায়, দাকোপ উপজেলা ব্লাড ব্যাংকের সভাপতি , সাধারণ সম্পাদকসহ সকল সদস্য বৃন্দ উপস্থিত থেকে পথচারী ভারসাম্যহীন মানুষের গোসল করিয়ে দিয়ে ।
নতুন পোশাকে সজ্জিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করে পেট ভরে খেতে দেওয়া হয়।