দাকোপ উপজেলা ব্লাডব্যাংকের চতুর্থ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী ২৪ আগষ্ট বৃহস্পতিবার
দাকোপ উপজেলা ব্লাডব্যাংকের চতুর্থ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী ২৪ আগষ্ট বৃহস্পতিবার
পৌর প্রতিনিধিঃহে মানব তোমার জন্য আমরা!মানুষ মানুষের জন্য একথা ভুলি নাই, রক্ত সৈনিকেরা।মানবতার সেবায় কাজ করে চলেছে দাকোপ উপজেলা ব্লাডব্যাংক। সাদুবাদ জানাই সকলকে।
দাকোপ উপজেলা ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। মানবতার সেবায় দাকোপ উপজেলায় ব্লাডব্যাংকের নাম সবার উপরে।
আগামী ২৪-০৮-২৩ শে আগষ্ট রোজ বৃহস্পতিবার দাকোপ উপজেলা ব্লাড ব্যাংকের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মানব সেবা কাজ আরো একধাপ এগিয়ে আরো উন্নতকরণের লক্ষ্যে আরো কিছু আয়োজন হাতে নেওয়া হয়েছে।
যেমনঃ১। ভারসাম্যহীন মানুষেদের খাদ্য বিতরণ ও নতুন কাপড় উপহার।
২।এতিম শিশুদের জন্য এক বেলা খাবারের আয়োজন করা।
৩।বৃক্ষরোপণ কর্মসূচি পালন।
৪।বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,রক্তদান,ও ডায়াবেটিস পরিক্ষা।
৫। সেরা রক্তদাতা ও সেরা স্বেচ্ছাসেবীদের ক্রেস্ট বিতরণ।
উক্ত প্রোগ্রাম সফল করার লক্ষে ব্লাডব্যাংকের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন।
মিনতাজ মিনা গাজী (কোষাধ্যক্ষ)
বিকাশ, নগদ (পার্সোনাল) ০১৭৬৮৫৯৭৬৫৪বিস্তারিত…
মোঃ কামরুল ইসলাম, সভাপতি
০১৭১৯-৩১৩৫০৪/
মোঃ মেজবাহ উদ্দিন সহসভাপতি
০১৭১২-২৯১৪০১/জি,এম রসুল সানি।
সাধারণ সম্পাদক ০১৯১১-৮৯২৩২৭/