ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলায় সনাতনীদের শারদীয় দুর্গা পূজায় সর্ব নিরাপত্তা দিতে প্রশাসনের পাশাপাশি বিএনপির অঙ্গসংগঠনেরর নেতৃবৃন্দের সুষ্ঠ সুন্দর পরিবেশে পূজা পালনে সহযোগিতা। বিশেষ করে দাকোপ থানা অফিসার্স ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে দাকোপ থানা পুলিশ বাহিনী বিশেষ ভূমিকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে মাঠে কাজ করছে। এ ছাড়া সর্বত্র নিরাপত্তা দিতে মাঠে কাজ করছে, বাংলাদেশ সেনাবাহিনী, যৌত বাহিনী, বিজিবি, জেলা ডিবি পুলিশ, আনসার বাহিনী, গ্রাম পুলিশ।জানা যায়,উপজেলায় মোট ৬৬ টি মন্দিরে পূজা উদযাপন করেছেন সনাতনীরা। এর মধ্যে চালনা পৌরসভায় মোট ১০ টি পূজা মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। ৮ অক্টোবর শারদীয় দুর্গা পূজার মণ্ডপ গুলোতে যথেষ্ট আলোক সজ্জা লাইটিং মিউজিক উপলব্ধি করা যায়। এর মধ্যে ১১ অক্টোবর রোজ শুক্রবার ষষ্ঠীর দিনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন, বটিয়াঘাটা ও দাকোপের জন মানুষের বন্ধু আমির এজাজ খান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও নেতা কর্মীরা।

পোস্টটি শেয়ার করুনঃ