দাকোপ উপজেলা বিএনপির শ্রমিক দলের সদস্য সচিব নির্বাচিত-আজিম হাওলাদার
দাকোপ উপজেলা বিএনপির শ্রমিক দলের সদস্য সচিব নির্বাচিত-আজিম হাওলাদার,
চালনা পৌর প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। দাকোপ উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছে দাকোপ উপজেলার বিএনপির উন্নতম সাহসী নেতা আজিম হাওলাদার।
তিনি সব সময় দলের জন্য নিজেকে বিলয়ে দেন। অসময়ের দলের পিচনে থাকার ফল এটা এমনটা জানান তিনি।
তাকে এমন পরিস্থিতির মহূর্তে এমন পদে রাখায় সকল অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীসহ খুলনা জেলা বিএনপি’র সম্মানিত আহ্বায়ক আলহাজ্ব আমির এজাজ খান ও সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি এবং খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জ্বল কুমার সাহা সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন ও দাকোপ উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবু অসিত কুমার সাহা ও সদস্য সচিব আব্দুল মান্নান খান চালনা পৌরসভা বিএনপি’র আহ্বায়ক মুজাফফর হোসেন, সদস্য সচিব আলামিন সানাকে আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানান।