দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোকানে দোকানে সচেতনতার পরমর্শ

ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতা ও জ্বালানি তেল বিক্রির নিয়ম জানালেন। ২রা নভেম্বর রোজ বুধবার সাড়ে ১১ টার দিকে উপজেলার চালনা আচাভুয়া বাজারসহ বৌমার গাছতলা জ্বালানী তেলের দোকান গুলো প্রশাসনিক নজরে এনে বিশেষ সতর্কতা ও পরমর্শ দিয়েছেন। এসময়ে দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসিল্যান্ড মহাদোয় পাপিয়া সুলতানা ও দাকোপ থানা অফিসার্স ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত উপস্থিত ছিলেন। প্রত্যেকটি মেইন মেইন বাজারগুলো পরিদর্শন করাসহ প্রশাসনিক নিয়মনীতির বিধিনিষেধ অনুযায়ী সচেতনতামুলক বার্তা প্রদান করেন। সকলকে ঐক্যবদ্ধ থাকাসহ ব্যবসার সুশৃঙ্খল নিয়ম মেনে চালিয়ে যেতে বলেন। পাশাপাশি জ্বালানি তেল বিক্রিতে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়। কোন অপরিচিত ব্যক্তিকে জ্বালানি তেল বোতেলে দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। উল্লেখ্য গত ইং ৩১অক্টোবর হইতে বিএনপি ও জামায়াতের ডাকা একটানা তিন দিনের অবরোধের আজ দ্বিতীয় দিন চলছে। এর আগে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে তিন দিনের অবরোধ কর্মসূত্রি ঘোষণা করেন। তারপর থেকে প্রশাসনিক কর্মকর্তারা দেশের সকল জায়গাতে জোরদার নজরে আনে।সেই সাথে এলাকা,পাড়া, মহল্লায় বিশেষ জায়গা গুলোতে বিশেষ নজর রেখেছেন। তারই ধারাবাহিকতায় জনগনের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে দাকোপ থানা পুলিশ সর্বক্ষণ মাঠে দায়িত্ব পালন করে চলেছেন। বিশেষ করে জানমালের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার্থে বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলায় বিশেষ ভূমিকা রেখেছেন।বাংলাদেশ পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনীগুলো জনসাধারণের যানমালের ক্ষয়ক্ষতি না হয় সে দিকে, বিশেষ নজরে রেখেছেন।

পোস্টটি শেয়ার করুনঃ