দাকোপ উপজেলা প্রশাসনের চোখের সামনে সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ

ডেস্ক রিপোর্টঃ চালনা পৌরসভা আচাভূয়া এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে সরকারী জায়গা দখল করে ঘর নির্মাণ। প্রায় দু’মাসের অধিক দেখা যাচ্ছে আচাভুয়া বাজার মেরিন কোঃ লিঃ এর উত্তর পূর্ব পাশের নদীর ভিতর মোঃ রবিউল ইসলাম, পিং-আঃ কুদ্দুস, সাং-সবুজ পল্লী, দাকোপ, খুলনা। সরকারি জায়গার উপর ক্ষমতার দাপটে ঘর নির্মাণ করে চলেছে। সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, যেখানে ঘর নির্মাণ করছে, সে রাস্তা দিয়ে প্রতিদিন প্রশাসনিক কর্মকর্তাদের যাতায়াত। নির্মানধীন ঘরটি নদীর চরের মেইন রাস্তার একদম পাশে অবস্থিত। অনেকের প্রশ্ন এটা প্রশাসনের দৃষ্টির ভিতর থাকলেও কেন যে, প্রশাসন সুদৃষ্টিতে আনছে না! এ বিষয় জনসাধারণের মাঝে বড় একটি কৌতূহল হয়ে উঠেছে। এলাকায় খোঁজ নিয়ে আরো জানা যায়, ঘরের মালিক মোঃ রবিউল ইসলাম একজন পেশায় ট্র্যাক পিকাপ চালক। তাদের চালনা আচাভূয়া বাজারে একটি জ্বালানী কাট ও অন্যান্য কাট বিক্রের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন, রবিউলের বাবা আঃ কুদ্দুস সাহেব। ঘর নির্মাণের বিষয় রবিউলের বাবা আলোর খবরকে জানান, এটা আমাদের ক্রয়কৃত জায়গা। আমার জায়গায় আমার ছেলে রবিউল ঘর বাঁধছে। তিনি আরো বলেন, মাঝে দাকোপ উপজেলার এসিল্যান্ড আপা এসে কাজ বন্ধ করে দিয়ে গিয়ে ছিলেন। পরে এলাকার মাতব্বরদের নিয়ে বসাবসি করে পুনরায় আবার কাজ শুরু করেছি। আচাভুয়া বাজার কমিটির এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, এটা পুরো সরকারি খাস জায়গা। কোন সরকারি জায়গায় দখল করলে সরকারের নিকট হইতে ডিসি আর কিনে তারপর দখলে যেতে হয়। কিন্তু কিভাবে তারা সরকারি জায়গা দখল করে বসে আছে? তাছাড়া কয়েক দিন আগে আমাদের এসিল্যসল্ড মহাদোয় এসে ঘরের কাজ বন্ধ করে দিয়েছিলেন। পরে রবিউল ও তার বাবা অনেক দৌড়াদৌড়ি করে স্থানীয় জনপ্রতিনিধিদের ও গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে মিটিং করে আবার দেখছি কয়েক দিন কাজ শুরু করেছেন। এলাকাবাসি দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদোয়ের সুদৃষ্টি কামনা করেছেন। এই মহূর্তে নির্মাণধীন ঘরের কাজ বন্ধ করার দাবি জানান এবং সেই সাথে সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

পোস্টটি শেয়ার করুনঃ