ডেস্ক রিপোর্টঃ এলো হে বৈশাখ, বাঙ্গালীর ঘরে ঘরে নতুন বছর নিয়ে এলো নতুন সুরের শান্তির বানী। সব মিলে আনন্দ উল্লাসে মেতে উঠা আর নতুন রং পোশাকে সাজগোছ। পহেলা নব-বর্ষের শুভেচ্ছা। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী দাকোপ উপজেলাসহ দেশবাসিকে ১৪৩১ পহেলা বৈশাখ শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ শুভ নববর্ষ উদযাপনে বিশাল আয়োজনের ব্যবস্থা করেছে।আজ (১৪ এপ্রিল) রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময়। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে বিশাল আয়োজনের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রা বর্ণাঢ্যর‍্যালি, পথ যাত্রার আয়োজন করা হয়।দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভবনের সামনে থেকে বর্ণাঢ্যর‍্যালি শোভাযাত্রা বের হয়ে চালনা পৌরসভা এলাকার বিভিন্ন মেইন মেইন সড়ক প্রদক্ষন করে। এর আগে উপজেলা অফিসার্স ক্লাবের সকল অফিসার বৃন্দ রাজনৈতিক দলের ব্যক্তিরা সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে মাননীয় নির্বাহী কর্মকর্তা মহায়দকে নতুন বছরের শুভেচ্ছা জানান।পাশাপাশি দাকোপ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা, ও সকল শ্রেণীপেশা মানুষ উপস্থিত থেকে বর্ণাঢ্যর‍্যালি শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।মেলা উদযাপন কমিটি সুত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৪ এপ্রিল রবিবার, সোমবার, মঙ্গলবার মোট তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে মাঠে। এছাড়া মেলাকে কেন্দ্র করে মাঠে দোকান পাট খেলানা দোলনা,আনন্দ উপভোগ করার সুব্যবস্থা রয়েছে। মোট কথা পুরো অনুষ্ঠান জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ঢোল ঢালি বাজনা বাজি, আর রং বাহারি সাজ। নতুন শাড়িতে নববধূ, জামাইয়ের সাজে পাঞ্জাবিতে আনন্দের উল্লাসে নতুন বছরকে বরণের চিত্র উপভোগ করবে জনগন।

পোস্টটি শেয়ার করুনঃ