দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর উদযাপন

মোঃ মহিমুনুল ইসলাম গাজীঃ একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। বাঙ্গালী জাতি এদেশকে বাঁচাতে ত্রিশ লক্ষ্য প্রানের বিনিময়ে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছিল। আজকের এ দিনটি বাঙ্গালীর এক স্মৃতি আর রক্তের দামে অর্জিত। খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস-২০২৩ পালন করেছেন। গত কাল ১৬ ডিসেম্বর ভোর সাড়ে ৬ টায় শহীদের স্মরনে শহীদ মিনারে ফুল দেওয়া, মুক্তিযোদ্ধা ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরনে মাল্য দান। এ ছাড়া সকাল ৮ টায় দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী জাতীয় সংগীত ও কবুতর বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন দাকোপ থানা অফিসার্স ইনচার্জ আলহাজ্ব আঃ হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিত চন্দ্র রায়,
পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন,দাকোপ উপজেলা ভূমি কমিশন (এসিল্যান্ড) পাপিয়া সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা প্রজাত রায়, গৌরপদ বাছাড়, মেয়র সনত কুমার বিশ্বাস ও উপজেলার সকল অফিসারসহ সকল কর্মকর্তাবৃন্দ। দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজন সারা দিন ব্যাপি চলে অনুষ্ঠান মালা। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধূলা,রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পোস্টটি শেয়ার করুনঃ