ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীকে বিদায়ী সংবর্ধনায় দাকোপের সর্বস্তরের জনগন।৯সেপ্টেম্বর দাকোপ উপজেলা রাধা গোবিন্দ মন্দির চত্বর প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাকোপ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ও দেবাশীষ ঢালীর পরিচালনায় কমিটির পক্ষ থেকে বিদায়ী জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দাকোপ উপজেলা ভূমি সহকারী কমিশন জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আঃ কাদের,আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। জয়দেব চক্রবর্তী তার বক্তব্যে দাকোপের মানুষের সুখময় উজ্জ্বল ভবিষ্যৎ ও শুভ কামনা করেন।দাকোপের সর্বস্তরের জনগনের ভালোর বাসার চিরকৃতজ্ঞা প্রকাশ করেন। তিনি বলেন,আমি দাকোপ ছেড়ে অভয়নগর যাচ্ছি। সেখান গিয়েও দাকোপের মানুষের সুখ-দুঃখের সাথে থাকবো ও খোঁজখবর নিবো। দাকোপের মানুষ আমাকে যা দিয়েছে, এটা ভুলার নয়। তিনি আরো বলেন,দীর্ঘ ১বছর ২ মাস ৩ দিন পর আজ এ উপজেলার মানুষের থেকে বিদায় নিতে হচ্ছে। কেহ কোন কারণে আচার-আচরণে ব্যাথা পেলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তার এমন বক্তব্যে উপস্থিত সকলের হৃদয় ছুয়ে যায় ও সকলের চোখে জল চলে আসে। অনুষ্ঠানের শেষে মন্দির কমিটি বিদায় সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, দাকোপ উপজেলা বিএনপির অসিত কুমার সাহা, মােহন লাল সাহা,মিহির বিশ্বাস,বিবেন্দ্র নাথ,পংকচ বৈরাগী,সুকুমার বিশ্বাস,সমেন্দ্র নাথ, সাংবাদিক বিধান চন্দ্র ঘোষ, সাংবাদিক মহিদুল ইসলাম (শিপন) বিধান বিশ্বাস, সাংবাদিক কুমারেশ ঢালী, চিন্ময় বিশ্বাস,মেরি বিশ্বাস,বিউটি সাহা,চন্দ্রনা মন্ডল প্রমুক।

পোস্টটি শেয়ার করুনঃ