দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে গৌতম সরকারের লেখা বই
আপডেটঃ আগস্ট ২৯, ২০২৩ | ৩:৫৩
79 ভিউ
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে গৌতম সরকারের লেখা বই
ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলার সাহিত্যক কবি ও শিল্পী গায়ক গৌতম সরকার (কাঁকন) তার নিজের লেখা বই তুলে দিলেন, দাকোপ উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর হাতে। মঙ্গলবার দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কার্যলায়ে অফিস সময়ে গৌতম সরকার (কাঁকন) উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে বই তুলে দেন। গৌতম সরকার (কাঁকন) আলোর খবরকে বলেন, আমার বাবা এদেশ স্বাধীন করেছেন। আমি স্বাধীন দেশের স্বাধীন মানুষ। আমার বাবা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি যত দিন বেঁচে আছি মানবতার সেবা করে মরতে চাই।আমার বাবা ছিলেন দাকোপের সকল মানুষের প্রানের মানুষ। আমি বাবার বিদাহী আত্মার শান্তি কামনা করি। বাবা তুমি ওপারে ভালো থাকো। বিনম্র শ্রদ্ধা জানাই তোমায়।