দাকোপ উপজেলা জুড়ে কুকুরের আতংকে এলাকাবাসি


ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভাসহ বিভিন্ন এলাকায় কুকুরের আতংকে এলাকা বাসি। চালনা পৌরসভার অধীনে আবাসিক এলাকা সবুজ পল্লী যাহা দাকোপ থানার একদম প্রান কেন্দ্র। এ এলাকায় প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা বসবাস করে। এক কথায় প্রশাসনের এক মাত্র চলাচলের রাস্তা বা মহল্লা। এলাকার মানুষ কুকুরের আতংকে চরমভাবে বিপাকে রয়েছে। কুকুরের আতংকে জীবন জীবিকার চরম ঝুঁকি হয়ে উঠেছে। বিশেষ করে খুব ভোরে ছোট্ট বাচ্চারা স্কুল মাদ্রাসায় যাতায়াতে চরম আতংকে রয়েছে। চালনা পৌরসভার বাইরে প্রত্যেকটি ওয়ার্ড,পাড়া মহল্লায় এ কুকুর আতংকে এলাকাবাসি। এ বিষয় চালনা সবুজ পল্লীর বাসিন্দা মোঃ আনিসুর রহমান বলেন, কুকুরের প্রভাব এতোই বেড়েছে যে, সকালে বাচ্চারা স্কুল মাদ্রাসা যেতে চরম আতংক বোধ করছে।পাশাপাশি আমরা যারা সাধারণ ব্যবসায়ী আমাদের প্রতিদিন সকালে বের হয়ে রাতে ফিরতে হয়।ওই সময় রাস্তার উপর চলাফেরা করা ঝুঁকি পূর্ণ হয়ে উঠেছে। তিনি আরো বলেন, বাড়ির হাস মুরগী ছাগল ভেড়া কুকুর ধরে ধরে খেয়ে ফেলছে, সব মিলে বড় আতংকে বসবাস করছি। আমরা দাকোপ উপজেলাবাসির পক্ষ থেকে সুযোগ্য নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা বলেন, কুকুর নিধনের বিষয় স্পষ্টজানান, কুকুর মেরে ফেলার নিয়ম এখন আর নেই। তিনি আরো বলেন, তবে কুকুরের ভ্যাক্সিন তৈরি হয়েছে। ভ্যাক্সিন দেওয়ার আইন আছে। আমি দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয়ের সাথে পরবর্তী কোন মিটিংয়ে কথা বলে বিষয়টি দেখবো। এলাকা বাসি,দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে কুকুর নিধনের বিষয় ও কুকুর আতংক থেকে রেহায় পেতে পারে সে বিষয় বিধি ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানান।