দাকোপ উপজেলা আওয়ামী লীগের কার্যলায়ে মোস্তফা রশিদী সুজার স্বরণে দোয়া
দাকোপ উপজেলা আওয়ামী লীগের কার্যলায়ে মোস্তফা রশিদী সুজার স্বরণে দোয়া
**মোঃ কামরুল ইসলাম গাজী **
দাকোপ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার ৫ম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ইং ২৭ জুলাই বৃহস্পতিকার বিকাল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে ও রতন কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
দাকোপ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দল কাদের, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক এবি এম রুহুল আমীন সরদার, অধ্যাপক দুলাল রায়,
আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, দাকোপ উপজেলা ওলামা লীগের সভাপতি আলহাজ্ব মোল্যা নজরুল ইসলাম,
সিনিয়র সাংবাদিক আজগর হোসেন সাব্বির, সিনিয়র সাংবাদিক মহিদুল ইসলাম( শিপন ভূইয়া) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, যুব নেতা জাহিদুর রহমান( মিল্টন) যুব নেতা আব্দুল্লাহ আল মাসুম,শ্রমিকলীগের কুমারেশ বাবু,ব্লাড ব্যাংকের আনিমেষ বাবু,
এ ছাড়া উপস্থিত ছিলেন চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদীন হাসান বুলবুল,পৌর কাউন্সিলর আব্দুল গফুর সানা,পৌর কাউন্সিলর আব্দুস ছত্তার সরদার, যুব নেতা আরাফাত আজাদ, ইকরামুল ইসলাম,অনিক হাসান পারভেজ,মোঃ ফারুক প্রমুখ।
আলোচনা ও দোয়া মাহফিলের শেষে মরহুম মোস্তফা রশিদী সুজার জন্য বিশেষ মোনাজাত করা হয়।