ডেস্ক রিপোর্টঃ

oppo_32

খুলনার দাকোপের সাহেবের আবাদের এক তরমুজ চাষী বিষ পান করে আত্মহত্যা চেষ্টা। চিকিৎসাধীন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।জানা যায়, আজ দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময়। সাহেবের আবাদ গ্রামে বাসিন্দা মৃত নিশিকান্ত মন্ডলের পুত্র প্রবীর মন্ডল কৃষি কাজে ব্যবহারিত কীটনাশক পান করে। সাথে সাথে স্থানীয় ও আত্মীয় স্বজনেরা তৎক্ষনিক দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগে দায়িত্ব থাকা জরুরী টিম তার শরীর থেকে বিষাক্ত কীটনাশক বের করে।এখন রোগী পুরোপুরি আশংকামুক্ত বলে জানা যায়। বিষ পান করা কারণ জানতে চাইলে প্রবীর মন্ডলের পরিবার সুত্রে জানা যায়, তরমুজ করতে অনেক টাকার ঋণ দেনা হয়ে আছে। তরমুজের চাষে লোকসান হওয়ার সম্ভবনা বেশি থাকায় হতাশ পড়ে এমন ঘটনা ঘটিয়েছেন।

পোস্টটি শেয়ার করুনঃ