দাকোপ উপজেলার ভয়াবহ ভাঙ্গন পরিদর্শন করেছেন তাপস জোয়ার্দার
ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলার ১নং পানখালী ইউনিয়নের পানখালী পশর নদী ঘেঁষে থাকা ওয়াবদা রাস্তা (বাঁধ) ভয়াবহ নদী ভাঙ্গনে রূপ নিয়েছে। এ যে কোন সময় ভেঙ্গে গিয়ে প্লাবিত হতে পরে এলাকা। চরম ভয়ে ও আতংকে রয়েছে এলাকা বাসি। পানখালীম ভয়াবহ ভাঙ্গনের খবরে শুনে সন্ধ্যায় ছুটে যান, আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী যুবলীগ নেতা,মানবিক মানুষ, গরীবের বন্ধু, জনাব তাপস জোয়ার্দার। তিনি এলাকায় ও স্থানীয় জনগনের খোঁজখবর নেন।এবং তিনি আলোর খবরকে বলেন, এই মহূর্তে এ ভাঙ্গন রোধে সকলকে এগিয়ে আসতে হবে।
বিশেষ করে আমি জনগনের সাথে আছি, ছিলাম থাকবো। তিনি আরো বলেন, পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। পরে এলাকা বাসি ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,যে কোন সময় ভাঙ্গন প্লাবিত হতে পারে।ভিতরে লোনা পানি প্রবেশ করলে চাষিদের দুঃখের শেষ থাকবে না। পাশাপাশি তরমুজ চাষীরা,গরমের ধান,ভুট্টা চাষেরা অর্থ নৈতিক ভাবে চরম ক্ষতির মধ্যে পড়ে যাবে। তাই সকলকে ভাঙ্গ রোধে এগিয়ে আসার আহবান জানান এলাকাবাসি।