দাকোপ উপজেলার চালনাসহ পানখালী ইউনিয়নে নৌকার লিফলেট বিতরণ
দাকোপ উপজেলার চালনাসহ পানখালী ইউনিয়নে নৌকার লিফলেট বিতরণ
ডেস্ক রিপোর্টঃ বাবু ননী গোপাল মন্ডলের নৌকার লিফলেট বিতরণে দাকোপ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বেলা ২ টা দিকে দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকাসহ ১নং পানখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকার সমর্থনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাবু ননী গোপাল মন্ডলের নৌকার লিফলেট বিতরণ করতে দেখা যায়। দাকোপ উপজেলার চালনার প্রান কেন্দ্র দলীয় কার্যলায়ের সামনে থেকে আনন্দ মিছিলের মাধ্যমে নেতা কর্মীরা জনগনের কাছে দোকানে দোকানে নৌকার ভোট চেয়েছেন। তাছাড়া পানখালীর খাটাইল বাজার, (নুরোর দোকান)খোনা খাটাইল, লক্ষ্মীখোলা, জিরবুনিয়া সফর করেন।এর আগে বাবু ননী গোপাল মন্ডলের পক্ষে দাকোপ উপজেলা ছাত্রলীগ দলীয় কার্যলায়ের সামনে থেকে চালনা ডাকবাংলো মোড়সহ হাসপাতাল মোড়, আচাভুয়া বাজার গুলোর সড়ক পথে আনন্দ মিছিল করেন। এ মিছিলে দেখা যায়, বাবু ননী গোপাল মন্ডলের পুত্র উপস্থিত থেকে জনগনের কাছে নৌকার পক্ষে ভোট চান।