দাকোপ উপজেলায় দুম্বার গোশত গরীব অসহায় মানুষ পায়নি
দাকোপ উপজেলায় দুম্বার গোশত গরীব অসহায় মানুষ পায়নি
ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলায় বাস্তবায়ন পরিকল্পনা কর্মকর্তার নেতৃত্বে দুম্বার গোশত বিতরণ করা হয়েছে।গত ইং ২৩জানুয়ারি রোজ মঙ্গলবার বেলা ২ টায়। দাকোপ উপজেলা পি আই অফিস ভবনে দুম্বার গোশত বিতরণ করা হয়। দাকোপ উপজেলা পিআই অফিসার আঃ শেখ কাদের সাহেব উপস্থিত থেকে বিতরন করেন। অফিস সুত্রে জানা যায়,মোট এবার ১৯ কাটুন গোশত দাকোপ উপজেলা প্রশাসনের হাতে এসেছে।যার প্রতি কাটনে ২০প্যাকেট অর্থাৎ ৩০কেজি গোশত প্রস্তুত। অফিস সহয়ক মিন্টু আরো জানান,গত বছরের তুলনায় এবার গোশত কম। তাই সব জায়গায় বিতরণ করা বা দেওয়া সম্ভব হয়নি। তারপরও আমাদের স্যার দেওয়ার চেষ্টা করেছেন। এবিষয় দাকোপ উপজেলা পিআই কর্মকর্তার অফিস রুমের সামনে গেলে, তাকে পাওয়া যায় না, পরে তার মুটোফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি বলেন, আমি লাউডোব অবস্থান করছেন। গোশতের বিতরণের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমি অফিস সহায়ক মিন্টুকে বলে দিচ্ছি, বিতরণের তালিকা দিতে । পরে তালিকা নিয়ে দেখা যায়, ১৬ ক্রমিক পর্যন্ত গোশত বিতরণ করা হয়েছে। তালিকা যথাঃ পানখালী ১কাটুন, দাকোপ ১কাটুন, লাউডপ ১কাটুন, কৈলাসগঞ্জ ১কাটুন, সুতারখালী ২কাটুন, কামারখোলা ১কাটুন, তিলডাঙ্গা ১ কাটুন, বানিশান্তা ১ কাটুন,পৌরসভা ১কাটুন প্রেসক্লাব রিপোর্টার্স ক্লাব ১ কাটুন, রিপোর্টার্স ১কাটুন, মেহেদী হাসান এতিমখানা মেহেদী ১ কাটুন,কাকড়াবুনিয়া সিরাজিয়া এতিমখানা ১কাটুন, এবং এমপি মহোদয় ২কাটুন। এখানে উল্লেখ্য বিষয় বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখা কমিটি তার নাম নেই। এ বিষয় বাংলাদেশ প্রেসক্লাব দাকোপ উপজেলা শাখার কমিটির সভাপতি দুঃখ প্রকাশ করে বলেছেন,রিপোর্টার্স ক্লাব এবং দাকোপ উপজেলা প্রেসক্লাবের সাথে সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে।দু’ক্লাবের সকল সহযোদ্ধাদের সহযোগীতা নিয়ে তাল মিলিয়ে সত্য নিষ্ঠা সংবাদ সংগ্রহ ও প্রকাশে আমরা আগ্রহী। তিনি আরো বলেন,আজ অত্যন্ত দুঃখের সহিত জানাতে হচ্ছে যে বাংলাদেশ প্রেসক্লাব সংগঠনটি সারা বাংলাদেশের জেলা উপজেলাগুলোতে রয়েছে।এবং মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে নিঃস্বার্থ ভাবে তাছাড়া সাংবাদিকদের এক মুক্তিযোদ্ধার চেতনায় ঐক্যবদ্ধ গড়া মজবুত সংগঠক। এ সংগঠনটি ২০১২ সালে বাংলাদেশ সরকার রেজিস্ট্রেশন অনুমোদিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব সংগঠনটি সারা বাংলাদেশে সাংবাদিকদের ঐক্যবদ্ধতার এক সাহসী কন্ঠের আওয়াজের নাম।সকল কলম সৈনিকদের সততা আর নিষ্ঠার সাথে কাজ করতে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশ প্রেসক্লাব কথা বলে অসহায় দুস্থ গরিব মানুষকে নিয়ে।কথা বলে খেটে খাওয়া সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে। দাকোপ উপজেলায় দুম্বার গোশত কাদের জন্য এসেছে? আর কাকে দেওয়া হল? জাতি জানতে চায়। কার হাতে দেওয়া হয়েছে? কোন গরীব পরিবার পায়নি দুম্বার গোশত।