ডেস্ক রিপোর্টঃ আতংকিত নয়, সতর্ক থাকা জরুরী। ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রশাসন আগাম প্রস্তুত গ্রহন করেছে। মঙ্গল সৃষ্টি ঘূর্ণিঝড় ডানার প্রভাবে দেশের বিভিন্ন জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সেই সাথে আজ বৃহস্পতিবার সকাল থেকে খুলনা মোংলা উপকূলীয় অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হয়। দেশের আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ডানা বঙ্গোপসাগর হয়ে ভারতের ওড়িশা পশ্চিম উত্তরবঙ্গ দিয়ে ভারতে প্রবেশ করতে পারে। এমতাবস্থায় বাংলাদেশের উপর প্রভাব না পড়ার সম্ভাবনা বেশি। তবে ডানার প্রভাবে নদীতে পানি বাড়তে পারে সেই সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলে সতর্ক থাকা জরুরী। আজ ২৪ অক্টোবর ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় খুলনাসহ দেশের ঝুঁকিপূর্ণ বিভিন্ন উপজেলা গুলোতে প্রশাসনিক ভাবে সচেতনতা বৃদ্ধি ও মোকাবেলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসমত হোসেন এর নেতৃত্বে উপজেলা কার্যলয়ে ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় সতর্কতা মুলক প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলার অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দ গণমাধ্যম কর্মীসহ সিপিপি নেতৃবৃন্দ, বিভিন্ন ইনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সুশীল সমাজ। আলোচনা সভায় বক্তারা বলেন, ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় আংতক না হয়ে সকলকে সচেতনতার সাথে প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি যে সব ঝুকিপূর্ণ জায়গা যেমন, ভাঙ্গ কবলিত এলাকার বেড়িবাঁধ ওয়াপদা রাস্তা গুলো বিশেষ নজরে রেখে সকলকে সাবধানে চলাচল করার বিষয় পরমর্শ দেন। এছাড়া শুকনো খাবার মুড়ি গুড় প্রয়োজনীয় ওষুধ স্যালাইন, গর্ভবতী মা গবাদিপশু নিরাপদ স্থানে রাখার বিষয় বিশেষ সতর্ক থাকতে বলা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ