দাকোপ উপজেলায় আমন ধান নিয়ে কৃষক চিন্তায়,ইঁদুর ও পোকার আক্রমণ বেড়েছে গেছে

ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপে আমন ধানে ইঁদুরের আক্রমণে কৃষকেরা দিশেহারা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকা গুলো ঘুরে দেখা যায়, অনেক জায়গায় আমন ধানে পোকার পাশাপাশি ইঁদুরের আক্রমণ বেড়ে গেছে। কৃষকেরা জানান, কয়েক দিন পূর্বে পোকার আক্রমণে দিশেহারা ছিলাম। এখন আবার ইদুরের আক্রমণ এতো বেশি যে, ধানের শীষ কেটে নষ্ট করে ফেলছে। ইদুরের আক্রমণ কিছুতেই নিধন করা সম্ভব হচ্ছে না। উপজেলার অনেক ইউনিয়ন যথাঃ পানখালী,তিলডাঙ্গা,কামারখলা,সুতারখালী,দাকোপ,বাজুয়া,কৈলাশগন্জ,লাউডোব,
বানিশান্তর সকল ইউনিয়নে একই দশা। তাছাড়া মাঠে গিয়ে দেখায় রাতের বেলা কিছু কৃষক ইদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চলছে। বিদ্যুৎ সংযোগে কৃষকের জীবন চরম ঝুঁকি রয়েছে। এমতাবস্থায় দাকোপের কৃষকেরা দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন এবং পোকা ও ইদুরের আক্রমণ থেকে আমন ধানের পরমর্শ আসা করেন।

পোস্টটি শেয়ার করুনঃ