ডেস্ক রিপোর্টঃ এই দিন সেই নয়!এই দিন নিয়ে যাবে সেই দিনের গায়! এমন জীবন করিও গঠন,মরিলে হাসিবে তুমি,কাঁদিবে ভূবণ! সব কিছুরই শুরু আছে,শেষ হয়ে যায়।
দাকোপ উপজেলাবাসি জুড়ে স্ব স্ব ইউনিয়নে অনেকে এবার নব-লোকের নেতৃত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার দাকোপ উপজেলার অবহেলিত জনগোষ্ঠী,গরীব দুঃখী অসহায় মানুষের পাশে একটু সান্ত্বনার বানী নিয়ে হাজির। ২নং দাকোপ ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী গৌতম সরকার (কাঁকন) তিনি ইউনিয়নবাসির কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
তিনি এবার নেতৃত্ব দানে সকল প্রস্তুতি নিয়েছেন। দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদের কৃতিসন্তান শিল্পী লেখক মানবিক, উদার মনের সাহসী কলম সৈনিক তার একাদিক পদপদবী রয়েছে। তিনি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি দীর্ঘ দিন উপজেলা, জেলা আওয়ামী লীগের সাথে রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন। দলের জন্য করেছেন, ত্যাগ স্বীকার আর দলকে দিয়েছেন নিঃস্বার্থ জীবনের শ্রম আর অর্থ। সব মিলে তার স্বভাব চরিত্রের চিত্র নিয়ে দাকোপ ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ ভাবে, মিলেমিশে কাজ করার প্রস্তুতি নিয়েছে বলে জানা যায়। পাশাপাশি ইউনিয়ন ঘুরে বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় খবর নিয়ে জানা যায়,এবার দাকোপ ইউনিয়ন বাসি নতুন মুখ দেখতে চায় জনগন। সবার মুখে একটাই কথা নিঃস্বার্থ মানবিক সাহসী মিশুক,স্বদালাপি আর সুঠাম দেহের যুবক অন্যায়ের বিরুদ্ধে লড়ুকা সৈনিক গৌতম সরকার (কাঁকন)কে চেয়ারম্যান হিসেবে পেতে চান। জনগনের এমন ভাষ্যের উপর গৌতম সরকার কাঁকন বলেন, আমি দাকোপ উপজেলার সাহেবের আবাদের সন্তান, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা। এদেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন বাবা। আজ আমরা যে ভাষায় কথা বলছি আমরা, এ ভাষা সকল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান আর মা- বোনদের ইজ্জত। তাছাড়া ছিনিয়ে আনা সেই দিনের লাল সবুজের বাংলার আজ আমাদের জাতীয় পতাকা। আমি সকল বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাই। তাদের বিদাহী আত্মার শান্তি কামনা করি। তিনি আরো বলেন,আমাকে জনগন চাইতে পারে এটা দোষের কিছু নয়। জনগন আমাকে ভালো বাসে। আমি শুধু আমার ইউনিয়ন নয়,গোটা দাকোপ উপজেলা বাসি জানে গৌতম সরকার কাঁকন কেমন। শুধু জনপ্রতিনিধি হয়ে সেবা করতে হবে এমন কোন কথা নয়। জনপ্রতিনিধি না হয়েও তো সেবা করা যায়। তার প্রমাণ দাকোপ উপজেলাসহ ইউনিয়ন বাসি জ্ঞাত। তাই আমি দাকোপ ইউনিয়নের সকল জনগনকে নিয়ে এক সাথে কাজ করতে চাই।

পোস্টটি শেয়ার করুনঃ