ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপের রামনগর থেকে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার রামনগর গ্রাম থেকে সচিন্দ্রনাথ মণ্ডল(৪৫) ও তার স্ত্রী মলিনা মণ্ডল(৩৫) এর মরদেহ উদ্ধার করেছে দাকোপ থানা পুলিশ। স্থানীয় সুত্রে জানা যায়,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেতে পারে। প্রাথমিক ধারণা মতে সচিন্দ্রনাথ মণ্ডল প্রথমে স্ত্রীকে হত্যা করে। এবং পরে নিজে বিষপান ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার বিষয় স্থানীয়রা সকালে থানায় অবগত করলে দাকোপ থানা অফিসার্স ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এর রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।

পোস্টটি শেয়ার করুনঃ