মোঃ মোকলেচুর রহমান,দাকোপ উপজেলা প্রতিনিধিঃ  খুলনার দাকোপের সুতারখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের অধীনে ঘেরের রাস্তা উপর মারামারি সংঘর্ষে উভয় পক্ষের মোট ৩জন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। দাকোপের সুতারখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘের মালিক মোঃ জিল্লুর রহমান (নাটু)(৪৫) জরিনা বেগম (৩৭) অপর পক্ষ খালেদা বেগম (৩৫) মারাত্মক জখম নিয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। জানা যায়,গত( ৯ মার্চ) রোজ রবিবার সময় আনুমানিক ১১টার সময় জিল্লুর রহমান নাটুর ঘেরের রাস্তা উপর পীর আলী গাজী (৪০) তার স্ত্রী খালেদা বেগম (৩৫) ও শহিদুল ইসলাম গাজী (৪০) অবস্থান করছিল। ওই সময় জিল্লুর রহমান নাটু তাদের নিকট অবস্থানের বিষয় জানতে চায়,তখন দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্কবিতর্কের সৃষ্টি হয়ে চরম উত্তেজনা দিকে যায়। এক পর্যায়ে মারামারি সংঘর্ষ শুরু হয় যায়।ওই সময় জিল্লুর রহমান নাটু ও সাথে থাকা মামাতো বোন জরিনা বেগম মাথায় চরম আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষনি স্থানীয়দের সহযোগিতায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করেন। তার কিছু্ক্ষন পরে অপরপক্ষ পীর আলী গাজী ও তার স্ত্রী খালেদা বেগম দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা গ্রহন করে। চিকিৎসার বিষয় জরুরি বিভাগে খবর নিয়ে জানা যায়, জিল্লুর রহমান নাটুর মাথায় ৭টি, ও জরিনা বেগমের ৮টি সেলাই লাগে। একই ঘটনায় অপর পক্ষ পীর আলী গাজীর স্ত্রী খালেদা বেগমের মাথায় গুরুতর জখমে ৭টি সেলাই লাগে ও পীর আলী গাজী সাধারণ চিকিৎসা গ্রহন করে ভর্তি রয়েছে। মারামারি সংঘর্ষের খবর শুনে দাকোপ উপজেলা বিএনপি’র সদস্য সচিব আঃ মান্নান খান ও চালনা পৌর বিএনপি’র আহ্বায়ক শেখ মোঃ মোজাফফর হোসেনসহ নেতাকর্মীরা ছুটে যান এবং রোগীদের খোঁজ খবর নেন। এ ছাড়া সুতারখালী ইউনিয়ন বিএনপি’র নেতা সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম রোগীদের চিকিৎসা চলাকালীন সাথে থেকে সার্বিক সহযোগিতা করেন। পরে দাকোপ থানা পুলিশ খবর পেয়ে দু’পক্ষের জবানবন্দি রেকর্ড করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দু’পক্ষের থেকে দাকোপ থানা বরাবর এজাহার লেখা চলছিল।

পোস্টটি শেয়ার করুনঃ