দাকোপে র্যাব-৬ এর বিশেষ অভিযানে ডাকাত সদস্য আটক

আপডেটঃ আগস্ট ১৩, ২০২৩ | ৯:০৮
91 ভিউ


-
দাকোপে র্যাব-৬ এর বিশেষ অভিযানে ডাকাত সদস্য আটক
জেলা প্রতিনিধিঃদাকোপে মাঝ রাতে র্যাব-৬ এর বিশেষ
অভিযানে অস্ত্র গুলি সহ আটক ০২সুন্দরবনের নতুন দস্যু আসাবুর বাহিনীর সক্রিয় সদস্য ইসরাফিল ও শাহীনকে র্যাব-৬ আটক করেছে।
জানা যায়, ইসরাফিল ও শাহীন নামের দুই দস্যুকে একটি পাইপগান,দুটি অনসুটার বন্দুক,একটি নাইন এম এম পিস্তলসহ দাকোপের সুতারখালি থেকে আটক করে।
অভিযানে নেতৃত্ব প্রধান জানান,বনদস্যু বা ডাকাত দলের প্রধান আসাবুরসহ বাকী জড়িত সদস্যদের ধরতে র্যাব-৬
এর চৌকস দলের অভিযান অব্যাহত রয়েছে।

এই রকম আরও খবর

সর্বশেষ সংবাদ
