ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলার অনেক জায়গায় রাস্তার পাশে সরকারী গাছ কাটতে ও গাছের কাঠ পিস পিস করে রাখতে দেখা গেছে। সংলিষ্ট উক্ত বিষয় স্থানীয় ভূমি তহশিল অফিস কর্তৃপক্ষ, উপজেলা পরিবেশ অধিদপ্তর, এলজিইডি,ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েও উপরোক্ত কোন দপ্তর হইতে সন্তোষজনক ছাড়া বা কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবিষয় স্থানীয় ভাবে খবর নিয়ে জানা যায়, কৈলাশগন্জ ইউনিয়নের বুড়ির ডাবর বাজার সংলগ্ন ৪নং ওয়ার্ডের বাসিন্দা সাবেক ইউপি সদস্য, তীমির মন্ডল, পিতা-দীনেষ মন্ডল, সাং বুড়ির ডাবর, কৈলাশগন্জ, দাকোপ,খুলনা। সে নিজে গাছের মালিক বলে রাস্তার পাশে এলজিইডির লাগনো গাছ কাটে। সে বাড়ির ভিতর উঠানের মধ্যে ও রাস্তার পাশে বিশাল বড় আকারে রাখে। এছাড়া বুড়ির ডাবর নিচে নামতেই পাশের ওয়ার্ডের বাসিন্দা মিঠুন সরকার সরকারি গাছের ডালপালা কেটে নিজ প্রয়োজনে ব্যবহার করাসহ গাছ কাটার জন্য প্রস্তুতি নিতে দেখা যায়।এ বিষয় স্ব স্ব ইউপি সদস্য রবীন্দ্রনাথ (রবি) ও বাবলু সাহেবকে আলোর খবরকে জানান,আপনারা নিউজ করেন, আমরা আপাদের সাথে আছি।প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত।পরে  গাছ কাটার বিষয় সরাসরি আলোর খবর গণমাধ্যম কর্মীরা তীমির মন্ডল ও মিঠুন রায়ের কাছে জানতে চাইলে বলেন, তীমির মন্ডল বলেন, উপরে কথা বলে গাছ কেটেছেি,তাছাড়া আমার গাছ আমি কেটেছি।এখানে কারো কিছু করার নেই।অন্য দিকে মিঠুন বলেন, সরকারি জায়গা ঠিক আছে, কিন্তু আমার লাগানো গাছ,আমি কাটবো আমি ডালপালা নিবো এটাই তো।এখানে কারো কোন মতামত আছে বলে আমার মনে হয় না। তাছাড়া বাবলু  মেম্বার সব জানেন। এছাড়া এলাকায় খোঁজ নিলে গাছকাটার আরো তথ্য প্রমাণ পাওয়া যাবে। এলাকাবাসী সাধারণ জনগনের দাবি সরকারী মাল নষ্ট করার অপরাধে অভিযুক্ত কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

পোস্টটি শেয়ার করুনঃ