ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন এলাকা পাড়া মহল্লার দোকান গুলোতে নিম্ন মানের রং আইসক্রিম পেপসি বিক্রি চলছে। প্রশাসনিক ভাবে কোন ব্যবস্থা নাই।চালনা পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার পাড়া-মহল্লা ঘুরে দেখা যায়, ক্ষতিকরক রং আইসক্রিম পেপসি গ্রামের দোকানে দোকানে ও নিম্ন মানের বরফ দিয়ে তৈরি সরবত ভ্যান যোগে বিক্রি (তৈরি) করে,স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব ফেলছে। এ বিষয় কারো কোন চিন্তা-চেতনা বা প্রক্ষেপ নেই। চালনার এক সাধারণ কাপড় ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, চালনার লঞ্চঘাট বাজারের ভিতর একাধিক স্থানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এ আইসক্রিমগুলো। তাছাড়া খুলনা থেকে কিছু অসাধু ব্যবসায়ীরা এগুলো নিয়ে চালনা সহ উপজেলার একাদিক দোকানে দোকানে বিক্রি করছে। তিনি আরো বলেন, এগুলো বন্ধ করা সম্ভব কি না জানি। তবে যিনি দাকোপে এগুলো দেখার শোনার জন্য রয়েছে। আমি অবশ্যই বলবো তার অবহেলা ও আর গাফিলতি।এ ছাড়া অনেকের সাথে কথা বলে জানা যায়,যে দোকানে ফ্রীজ রয়েছে প্রত্যেকটি দোকানে রং আইসক্রিম ও পেপসি বিক্রি করা হচ্ছে। এ বিষয় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক বলেন,ক্ষতিকর কেমিক্যাল দিয়ে সাধারনত এ রং আইসক্রিম তৈরি করে অসাদু ব্যবসায়ীরা বাজারজাত করেছে।তিনি আরো বলেন,এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি ও ক্ষতির। এ রং আইসক্রিম ও পেপসি খেয়ে শিশুদের সাধারণত পেটে ব্যাথা, কিডনি জনিত সমস্যা, লিভারে সমস্যা, কৃমি জনিত সমস্যা, বমি বমি ভাব হওয়া, অরুচি ভাব হওয়া, বিশেষ করে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়।দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ রায়ের নিকট এ বিষয় ব্যবস্থা নেওয়ার বিষয় জানতে চাইলে, তিনি বলেন, আজ বৃহস্পতিবার আমি খুলনা মিটিংয়ে আছি, অবশ্যই উক্ত বিষয় নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। দাকোপ উপজেলা বাসি ও সুশীল সমাজ সাধারণ মানুষের দাবি এ রং আইসক্রিম ও পেপসিসহ নিম্ন মানের বরফ দিয়ে তৈরি সরবত বন্ধ করা হোক।

পোস্টটি শেয়ার করুনঃ