দাকোপে যৌথ বাহিনীর অভিযানে ১ জন গ্রেফতার


ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বনদস্যু মাদক কারবারী, শীর্ষ সন্ত্রাসী আটক,পরে দাকোপ থানায় হস্তান্তর। গত ইং ১০ অক্টোবর রাত আনুমানিক ৯ টার সময়,গোপন সংবাদের ভিত্তিতে কোষ্ট গার্ডের বিশেষ টিম ও দাকোপ থানা পুলিশের যৌত অভিযানে মোঃ শাহা আমল শেখ (৫৫) পিতা মৃত নুর আলম শেখ, সাং- সোনাইন তলা, মোংলা, বাগেরহাট। সে মোংলার শেলাবুনিয়া রাজিয়া বেগমের বাড়ির ভাড়াটিয়া। জানা যায়, গত ১০ অক্টোবর সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়নের সারাবাদ গ্রামের মোংলা ফিসারিজ হ্যাচারী নামক স্থানে সন্ত্রাসী কর্মকান্ড চালানোর উদ্দেশ্যে অবস্থান করে। ওই সময় যৌথ বাহিনীর একটি বিশেষ টিম ১১ অক্টোবর রাত সাড়ে ১২ টায় সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামি দৌড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সর্ব শেষ যৌত বাহিনীর হাতে আটক হয়। এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল রহস্য ঘটনা। আসামীর স্বীকারোক্তিতে জনসমক্ষে ও সাক্ষীদের সামনে হ্যাচারী পিচন থেকে মাটি খুড়ে বের করা হয় দেশীয় অস্ত্র লোহার বাটের পাইপগান যাহা ১১.৫ ইঞ্চি লম্বা।এবং দুই রাউন্ড শটারগানের লাল, সবুজ ও অন্যটি ভিন্ন কালো রংঙ্গের গুলি। এছাড়া আসামীর কাছে থাকা ১টি অলটন বাটন মোবাইল ফোন। প্রশাসনিক সুত্রে আরো জানা যায়,আসামী বিভিন্ন সময়ে সুন্দরবনে মুক্তিপণ দাবি, চাঁদাবাজিসহ অসামাজিক কর্মকান্ড ও এলাকায় সাধারন মানুষেকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক জেল হাজতে প্রেরণ করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন এস আই মোঃ নুর মোহাম্মদ শাহিদ।