দাকোপে যথাযথ মর্যাদায় অমর ২১ শে ফেব্রুয়ারী পালন

ডেস্ক রিপোর্টঃ আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১শে ফেব্রুয়ারী’আমি কি ভুলিতে পারি। একটি ফুলকে বাঁচাবো বলে’ যুদ্ধ করি। একদম তাই, ভাষার জন্য দিয়ে গেছে প্রান, আমরা তাদের ভুলবো না। আজ মহান অমর ২১শে ফেব্রুয়ারী ২০২৪। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য ঢাকার রাজপথে রক্তে রঞ্জিত হয় তাজা প্রান।রফিক,শফিক, সালাম বরকত, জব্বার নাম না জানা আরো অনেকে।শুরু হয় ভাষার জন্য কঠোরতম আন্দোলন,সারা বাংলায় স্লোগানে মুখরিত হয় এমনই ধন্নিতে। মাতৃ ভাষা বাংলা চাই, বাংলা ছাড়া উপায় নাই। শুরু হয় মায়ের ভাষা বাংলা ভাষা বাঁচার যুদ্ধ।শুরু হয় ছিনিয়ে আনার সংগ্রাম আর আত্নত্যাগ।এই বাংলা ভাষাতেই সকল ভালোবাসার মায়াবী টানের সুর বাজে আকাশে বাতাশে।তেমনি দাকোপের সুন্দর বন ঘেষে থাকা দক্ষিণ বাংলার রয়েল বেঙ্গল টাইগারের মানুষ গুলোও যথাযথ মর্যাদায় দিনটি পালন করেছে। দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষে ১২ টা ১ মিনিটে শহীদের স্মরনে গভীর শ্রদ্ধাঞ্জলি দেন। পাশাপাশি শহীদ মিনারে শহীদদের স্মরণে দাকোপ উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও দাকোপ উপজেলার বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলি দেন। এ ছাড়া সকালে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে চালনা পৌরসভার অধীনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

পোস্টটি শেয়ার করুনঃ