ডেস্ক রিপোর্ট

 

নদীতে সকল প্রকার মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকলেও মানছে না দাকোপের জেলেরা।

খুলনার দাকোপের দক্ষিণ অঞ্চলের অনেক নদীগুলোতে চলছে প্রকাশ্যে রেনু পোনা ধরা সহ সকল প্রকার মাছধরার এক মহা উৎসব।

জানা যায়,গত ইং ২০ শে মে রাতটার পর থেকে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর ও বনবিভাগ এ নিষেধাজ্ঞা জারি করেন।

এ নিষেধাজ্ঞা জারিতে উল্লেখ করা হয়, ২৩ জুলাই সমুদ্র সাগরে ও ৩১ আগষ্ট পর্যন্ত সুন্দর বনের দক্ষিণ অঞ্চলের সকল নদীতে মাছ ধরা উপর নিষেধ করেন।

কিন্তু, দাকোপের দক্ষিণ অঞ্চলের বাজুয়া, চুনকুড়ি, দাকোপ , কামারখোলা,জয়নগর,বটবুনিয়া, কামিনিবাসি,মোজাম নগর ,কালাবগি,সুতারখালী, শ্রীনগর,কালিনগর, রামনগর, বানিশান্তা,রেখামারি

সহ অনেক অঞ্চলে প্রকাশ্যে চলছে রেনূপোনা আহরণ ও বিভিন্ন প্রকার মাছধরার এক মহা উৎসব।

এ সব এলাকা ঘুরে দেখা যায়,সাধারণ গরীব অসহায় জেলেরা সরকারের নিষেধাজ্ঞা মানলেও মানছে না, কিছু অসাধু জেলেরা।

অসাধু জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল ও বিশাল নেট জাল দিয়ে, সকল প্রকার ছোট বড় মাঝারি ধরনের রেনু পোনা ধরছে।

সরকারের নিষেধাজ্ঞার পরও কিভাবে নদীতে এ সব জেলেরা টানা জাল সহ নৌকা নিয়ে প্রকাশ্যে মাছ ধরছে?

এ বিষয়ে দাকোপ উপজেলা মৎস্য অফিসারের নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন আমার পক্ষ থেকে অভিযান অব্যাহত রয়েছে। আজও রেনুপোনা সহ দুইটি নৌকা নলিয়ান থেকে ধরা হয়েছে।

তাছাড়া আগামীকাল বৃহস্পতিবারও অভিযান চলবে। আর যদি এর ভিতরে কেহ ফাঁকফোকরে মাছ ধরে ,আর জানতে পারলে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুনঃ