দাকোপে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ডেস্ক রিপোর্ট
মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
দাকোপ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ দাকোপ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাত্রলীগ, যুবলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এক যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন।
দাকোপ উপজেলা বৌমার গাছ তলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয় ।
বিক্ষোভ মিছিলটি চালনা পৌরসভা এলাকার মেইন মেইন সড়ক প্রদর্শন শেষে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময়ে নেতৃত্ব দেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন সাহেব।
বক্তব্য রাখেন দাকোপ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শেখ আব্দুল কাদের,
যুগ্ম সাধারণ সম্পাদক বাবু পঞ্চানন কুমার মন্ডল, চ্লনা পৌর আওয়ামীলীগ সভাপতি জনাব শফিকুল ইসলাম আক্কেল, সেচ্চাসেবক লীগের সভাপতি জি এম রেজা, শ্রমিক লীগের সভাপতি সাংবাদিক গোবিন্দ বিশ্বাস, উত্তম কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শিপন ভূঁইয়া, যুবলীগ নেতা জাহিদুর রহমান (মিল্টন)
যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম, রবার্ট হালদার, গৌতম সরকার কাঁকন, যুবলীগ নেতা রতন কুমার মন্ডল, প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, যুবলীগ নেতা আরাফাত রহমান আজাদ, যুব নেতা মাসুদ পারভেজ শেখ, অনিক হাসান পারভেজ, ইমদাদুল ইসলাম ,হারুন উর রশীদ প্রমুক।