দাকোপে মাতৃকল্যান এনজিও ও হোমল্যান্ড বীমার নামে একাদিক গ্রাহক প্রতারণার শিকার।
দাকোপে মাতৃকল্যান এনজিও ও হোমল্যান্ড বীমার নামে একাদিক গ্রাহক প্রতারণার শিকার।
ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার ৭নং ওয়ার্ডে শিক্ষক শৈলেন্দ্র নাথ মন্ডলের নিজ আশার আলো ভবনে ভাড়া নিয়ে চলছে হোমল্যান্ড লাইফ ইনসুরেন্স বীমা কোম্পানি আর মাতৃকল্যান এনজিও এর নামে প্রতারণা। জানা যায়, দাকোপ উপজেলায় মাতৃকল্যান এনজিও এর মালিক এবং হোমল্যান্ড লাইফ ইনসুরেন্স কোঃলিঃ দাকোপে ইনচার্জ হিসেবে দায়িত্বে রয়েছেন অনুরুদ্ধ রায়।অনুরুদ্ধ রায় হোমল্যান্ড লাইফ ইনসুরেন্স বীমা ও তার এনজিও মাতৃকল্যান নিয়ে কয়েক লক্ষাধীক টাকা আত্মসাৎ করে অফিসে অনুপস্থিত। অফিসে উপস্থিত হয়ে দেখা যায় মাতৃকল্যান এনজিও এর অফিসে তালা ঝুলানো নেই কোন কর্মকর্তা। পাশাপাশি বীমা অফিসে খোঁজ নিলে দেখা যায় একজন ব্যক্তি বসে আছে,তার পরিচয় এ্যাকাউন্টিং অফিসার তিনি বলেন, স্যার অফিসে ঠিক মত আসে না। তাছাড়া তিনি ফোনও ধরে না। তিনি আরো বলেন, বীমার পাশাপাশি তার নিজের একটি এনজিও রয়েছে, সেটাও প্রায় অচাল। অসহায় গরীব গ্রাহকদের টাকা না দিয়ে, তালবাহানা করে চলেছে। তাছাড়া তিনি বাইরের লোক দিয়ে গ্রাহকদের ও অন্যান্য ব্যক্তিদের হুমকি ধামকি প্রদর্শন করে চলেছে।এলাকায় খবর নিয়ে জানা যায়, এই ব্যক্তি নিজ মাতৃকল্যান সমবায় সমিতি নিয়ে হাজারও গ্রাহককে প্রতিনিয়ত প্রতারণায় ফেলেছে। পাশাপাশি হোমল্যান্ড লাইফ ইনসুরেন্স বীমা নিয়ে একাদিক গ্রাহকের মেয়াদ শেষ হলেও টাকা নিয়ে চরম সংখ্যায় রয়েছে। বাবু অনুরুদ্ধ রায় মোবাইলে ফোন কলে বলেন, আমি এ বিষয় মোবাইলে কথা বলতে চাই না। আমি আপনার সাথে সরাসরি দেখা করে কথা বলবো।তাছাড়া মাতৃকল্যান এনজিও ও হোমল্যান্ড লাইফ ইনসুরেন্সে বীমা কোম্পানির একাদিক গ্রাহক মিলে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে।