দাকোপে ভোটার দিবস আলোচনা সভা ও বাসন্তী উৎসব পালন
আপডেটঃ মার্চ ৩, ২০২৪ | ৯:৫৭
53 ভিউ
দাকোপে ভোটার দিবস আলোচনা সভা ও বাসন্তী উৎসব পালন
ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে বাসন্তী পিঠা উৎসব ও লোকজ সংস্কৃতি মেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২ রা মার্চ দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে দাকোপের সকল শ্রেনী পেশার মানুষ ধুমধাম ও আনন্দ মুখর পরিবেশে পালন করেছে বিদায় বাসন্তী পিঠা উৎসব। তাছাড়া রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকগানের আয়োজন করা হয়।পাশাপাশি ওই দিন সকালে পিঠা উৎসবের পূর্বে বাংলাদেশের সকল উপজেলা জেলায় পালন করেছে জাতীয় ভোটার দিবস। সেই সাথে দাকোপ উপজেলা নির্বাচন (কমিশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে জাতীয় ভোট দিবসে গেঞ্জি বিতরণ করেন। এবং নতুন ভোটাদের অগ্র অধিকার প্রদানে উৎসাহ দেন।