ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপে সনাতন ধর্মালম্ববীদের ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫০তম শুভ জন্মাষ্টমী উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত মিলে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। চালনা পৌরসভার বৌমার গাছতলা উপজেলার কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটি এ জন্মাষ্টমী পালন করেন।গত ২৬ আগষ্ট মঙ্গলবার উৎসবটি পালন উপলক্ষ্যে বেলা ১১টায় বৌমার গাছতলাস্থ শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মন্দির কার্য্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপত্বিতে ও সাবেক কাউন্সিলর দেবাশীষ ঢালীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাকোপ থানা অফিসার্স ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা, উপজেলা বিএনপির আহবায়ক অসিত কুমার সাহা, সদস্য সচিব আব্দুল মান্নান খান, পৌর বিএনপির আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, বিমল চন্দ্র বিশ্বাস, ডাঃ শিশির বিশ্বস, বিকেন্দ্র নাথ গাইন, মোহন লাল সাহা, ভবেন্দ্রনাথ রায়, সুকুমার বিশ্বাস,পরিমল রায়, সুভাষ চন্দ্র হালদার। আরো উপস্থিত ছিলেন, শিবপদ মন্ডল, শিবপদ বৈরাগি, মেরী রানি বিশ্বাস, বিউটি সাহা, অমরেশ ঢালী, তাপস রায়, সুকল্যান বাছাড়,বিষ্ণুপদ হালদার, জীবন মন্ডল প্রমুখ। সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চালনা পৌরসভার মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে।

পোস্টটি শেয়ার করুনঃ