দাকোপে বিএনপি’র নেতা বাচ্চু ফকিরের বাবা হাসান ফকিরের দাফন সম্পন্ন
ডেস্ক রিপোর্টঃ একদিন সবাইকে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা কেউ চিরদিন এ পৃথিবীতে থাকতে পারবো না। কেউ আগে কেউ পরে,উঠতে হবে মসজিদের কনে রাখা সেই বিদায়ের পালকি নামক খাঠলাতে। এ যেন করুন দৃশ্য!আপনজন হারানোর বেদনা সেই জানে! সেই বোঝে! যার হারায়।বাবা মা যার নেই,সেই পৃথিবীর বড় অসহায়। বাবা হলো পৃথিবীর বটবৃক্ষ শীতল শান্ত গাছের ছায়ার মত। আজ এমনই এক বাস্তব ঘটনা, হারিয়েছে সন্তান বাবাকে। আর কোন দিন আসবে না বাবা। আর ছেলে ডাকতে পারবে না বাবা বলে। আর ডাকলে শুনবে না আদরের ডাক।আমি বলছি বিএনপির নেতা সমাজ সেবক, মানবিক মানুষ, সকলের প্রিয় মানুষ, সাহসী ও সৎ মোঃ বাচ্চু ফকিরের বাবার কথা। দীর্ঘ দিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত বিদায় নিলেন। চলে গেলেন না ফিরার দেশে। জানা যায়,আজ ২২ মে রোজ বুধবার সকাল আনুমানিক ৯ টা ০৫ মিনিটে,১নং পানখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খোনা গ্রামের বাসিন্দা মোঃ হাসান ফকির (৭০) মৃত্যু বরণ করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ যোহরবাদ চালনা আলীম বিল্লালিয়া দাখিল মাদ্রাসা ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।জানাজার নামাজ শেষে নিজ গ্রাম খোনায় নিয়ে যাওয়া হয় তার লাশ। এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে মৃত্যু খবরে দাকোপ উপজেলা বিএনপির নেতা কর্মীরা,বিভিন্ন মানবিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিরা বাড়ি উপস্থিত হয়। সকলে সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন। বাবার মৃত্যুতে পুত্র মোঃ বাচ্চু ফকির দেশবাসি সকলের নিকট দোয়া চেয়েছেন।