দাকোপে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে এলাকায় থমথমে বিরাজ করছে


ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপে বিএনপি’র সংঘ’র্ষে আ’হ’ত ৪, তিনজনই পুলিশ। খুলনার দাকোপে বিএনপির স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্যসহ চারজন গুরুতর আহত হয়েছে। ১২ মে সোমবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে দাকোপ উপজেলার ডাকবাংলো মোড়স্থ বিএনপির অফিস কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, প্রথমে খাল ইজারা ও পরে তিন কলেজের ছাত্রদলের কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের সুত্রপাত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (দাকোপ-বটিয়াঘাটা) সার্কেল মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে দাকোপ উপজেলার থানা মোড়স্থ এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দাকোপ থানা পুলিশের এএসআই আজাহার উদ্দিনের মাথায় ইটের আঘাত লাগে,এতে তাঁর মাথার হাড় ভেঙে যায়। তাৎক্ষণিক দাকোপ থানা অফিসার্স ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।পরে অবস্থার অবনতি হলে রাত ৮টা ২০ মিনিটে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আহত অপর দুই পুলিশ সদস্য এসআই মোঃ মনোয়ার তালুকদার ও কনস্টেবল শুভ চৌধুরী,বিএনপি কর্মী ইব্রাহিম বিশ্বাস। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া দু’গ্রুপের মোট ৩০/৪০ জনের মত আহত হন। ঘটনার পর চালনা পৌরসভা ডাকবাংলাে মোড় ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর রিপোর্ট লেখা পর্যন্ত দাকোপ থানা পুলিশ দুগ্রুপের দু’কর্মী মোঃ আবু সাঈদ রহমান ও মোঃ বদিউর শেখকে আটক করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দাকোপ-বটিয়াঘাটা) সার্কেল মফিজুর রহমান বলেন, প্রশাসন এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।