ডেস্ক রিপোর্টঃ মায়ের কাছে মোবাইল কেনার আবদারে প্রতিবেশীরা রাগে ক্ষিপ্ত হয়ে মারধরের শিকার বাকপ্রতিবন্ধী যুবক।জানা যায়, ১১ অক্টোবর রোজ শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৬ টায়। উপজেলার ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের কাঁকড়া বুনিয়া গ্রামের বাক প্রতিবন্ধী মোঃ শাহাজান শেখ (টুলু) (২৪) ও বৃদ্ধ মাতা জামিলা বেগমকে একই এলাকার মাসুম শেখের নেতৃত্বে ৪-৫ জনের সঙ্ঘবদ্ধ একটি দল প্রতিবন্ধী যুবকের নাকে মুখে কিলঘষি লাথি, নৌকার বৈটা ও বাঁশের লাঠি সোঠা দিয়ে বেদম মারপিট করে জখম ও পুলা করে। ওই সময় ছেলের আত্মচিৎকারে মা বাঁচাতে গেলে তাকে লাথি মেরে ফেলে দেয়।এবং বেদম মারপিট ও গলা পিটে কিল ঘুষি মারে। ওই সময় অজ্ঞান হয়ে পড়ে। পরে বড় পুত্র জীবিকার তাগিদে পাইকগাছা সোলাদানায় থাকায়,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভাই ও মাকে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাক প্রতিবন্ধীর বড় ভাই মোঃ আলা- আমিন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

পোস্টটি শেয়ার করুনঃ