দাকোপে পুরাতন মটরসাইকেলের শোরুম সাজিয়ে সরকারি কর ফাঁকি
**মোকলেছুর রহমান**
দাকোপে সরকারী কর ফাঁকি দিয়ে চলছে পুরাতন মোটরসাইকেলের ব্যবসা। প্রশাসনের নজরদারি জরুরী।
খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকায় দিন দিন বেড়েই চলেছে পুরাতন মটরসাইকেলের ব্যবসা।
কেহ কেহ আবার শোরুমের নামে করছে রমরমা ব্যবসা। নাই তাদের সরকারি কোন অনুমোদন।
সাধারণ মানুষ ও সুশীল সমাজের ধারণা এ সকল পুরাতন মটরসাইকেল অসাধু ব্যবসায়ীদের কারণে বিভিন্ন জায়গায় মটরসাইকেল চোর ও লাইসেন্স বিহীন মটরসাইকেল, দিন দিন বেড়েই চলেছে।
গত ইং ১৫ ইং মে রোজ সোম বার দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার আছাভূয়া বাজার ঘুরে দেখা যায়। কয়েকটি পুরাতন মটরসাইকেলের শোরুম।
এ শোরুম গুলর ভিতর প্রবেশ করে দেখা যায় , তারা পুরাতন মটরসাইকেল দিয়ে শোরুম সাজিয়ে রেখেছে।
ওই সময়ে শোরুমের উপস্থিত কতৃপক্ষ সাংবাদিকদের জানান,বিভিন্ন এলাকা থেকে মটরসাইকেল ক্রয় করে এনে নিজ গ্যারেজে সারাই করা হয়।
এবং সেই মটরসাইকেল গাড়ি গুলো আবার নির্ধারিত শোরুমে রাখা হয় । ও অল্প কিছু লাভে তা আবার বিক্রি করাও হয় বলে জানান।
বিভিন্ন এলাকায় গোপনে খোঁজ নিয়ে জানা যায়, এলাকায় গিয়ে এ সকল অসাধু ব্যবসায়ীরা পুরাতন লাইসেন্স বিহীন, মটরসাইকেল ক্রয় করে এনে বেশি দামে বিক্রি করছে।
তাই সুশীল সমাজ ও জনসাধারণের দাবি, দাকোপ উপজেলা প্রশাসন যদি পুরাতন মটরসাইকেল ক্রয় বিক্রয় কেন্দ্র গুলো নজরদারিতে আনেন তাহলে,
চোর চক্র, অসাধু ব্যবসায়ী, লাইসেন্স বিহীন মটরসাইকেল ক্রয় বিক্রয় কেন্দ্র বন্ধ হওয়া সম্ভব।