দাকোপে পানি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ আহত ৩ আটক ১


মোঃ মোকলেচুর রহমানঃ খুলনার দাকোপ উপজেলার পশ্চিম বাজুয়া (কচা)গ্রামে তরমুজের পানি দেওয়া নিয়ে দু’গ্রুপের মধ্যে মারামারি সংঘর্ষের ঘটনায় দু’জন মারাত্মক জখম, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরে জরুরি ভিত্তিতে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি। জানা যায়, ২রা এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কচা গ্রামে তরমুজ ক্ষেতে পানি দেওয়া নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে একই এলাকার আঃ রব হাওলাদার(৬৭) ও মহাসিন হাওলাদা (৩৫) এর হুকুমে ৪/৫ জনের একটি সংবদ্ধ দল লাঠিসোটা নিয়ে সুমন মন্ডল(২১)ও সৌরভ মন্ডল (২৬) এর উপর ঝাঁপিয়ে পড়ে। তখন সৌরভ মন্ডলের মাথায় মারাত্মক জখম আঘাত লাগে ও সুমনের নাক পেটে রক্তাক্ত জখম হয়। ওই সময় ভাইপো সৌরভ মন্ডল ও ছেলে সুমনের আত্ম চিৎকারে পাশে থাকা তপন মন্ডল বাঁচাতে ছুটে যান। তখন তাকেও বুকে পিটে বেদম মারপিট ও কিল-ঘুষি মারে।স্থানীয়দের সহযোগিতায় প্রথমে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,পরে দায়িত্বরত চিকিৎস দু’জনকের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করেন।ওই সময় প্রাথমিক চিকিৎসা গ্রহন করে তপন মন্ডল ৬জনের নাম উল্লেখ করে দাকোপ থানা বরাবর এজাহার দায়ের করেন। এ ঘটনায় দাকোপ থানা অফিসার্স ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বিষয়টি বিশেষ ভাবে আমলে আনেন। এবং তাৎক্ষনিক ভাবে অফিসার্স ইনচার্জের নেতৃত্বে প্রথমে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ হাজির হয় এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামী মহাসিন হাওলাদার(৩৫) নামের ১জনকে ঘটনাস্থল থেকে আটক করেন। এবং তাৎক্ষনিক আসামিকে খুলনা কোর্টে প্রেরণ করেন।