দাকোপে দিন দুপুরে দোকান ঘর লুটপাট ভাংচুর, মারাত্মক জখম নিয়ে ভর্তি
ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপের কামিনীবাসিয়ায় দিন দুপুরে দোকান ঘর ভাংচুর লুটপাট।দোকান মালিক মারাত্মক জখম হয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। ২৯ অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে তিন ঘটিকার সময়।উপজেলার ৭নং তিলডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কামিনীবাসিয়া গ্রামের ফঠিক গাইনের বড় পুত্র সৌমেন গাইন (৩৫)কে একই এলাকার ৪ যুবক ১) উজ্জ্বল কান্তি রায় (৩৫) পিং পার্থ রায়, ২) ত্রীদিপ রায় (২৬) পিং সিদ্ধান্ত রায়,৩) সুখেন রায় ও ৪) পুষ্পেন রায় উভয় পিং-ভূপতি রায়। সঙ্ঘবদ্ধ দলটি পূর্ব পরিকল্পিত ভাবে চায়ের দোকানে অবস্থান করে। কোন কথা বার্তা ছাড়া চায়ের দোকানদার সৌমেন গাইনকে বেদম মারপিট মারাত্মক জখম ও দোকান ঘর ভাংচুর লুটপাট চালায়।ওই সময় দেশীয় অস্ত্রশস্ত্র ও লোহার রড দ্বারা সৌমেন গাইনের মাথার বাম পাশে সজোরে আঘাত করে। সে ওই সময় মাটিতে অজ্ঞান হয়ে পড়ে এবং মাথা ও শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্ত ঝরে। ওই সময় সঙ্ঘবদ্ধ দলটি দোকানের মধ্য গচ্ছিত টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে দ্রুত ফালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধ মাতা ও ছোট ভাই অমৃত গাইন সৌমেন গাইনকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় গুরুতর আঘাতে কয়েক বার বমি হয়,এবং ৪টি শেলাই লাগে। তাছাড়া তার শরীরের বিভিন্ন অংশে কাটা পুলা জখম ও পায়ের তলা ফেটে রক্ত ঝরতে দেখা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দাকোপ থানায় এজাহারের বিষয় আলোচনা চলছিল।