ডেস্ক রিপোর্টঃ দেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম ও সাহসীকতা নিয়ে সামনে এগিয়ে চলেছেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে কঠোর ভুমিকায় সাধারণ মানুষের পাশে থেকে আইনী পরামর্শ ও সহযোগিতা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে এ বাহিনী। জানা যায়, ১৪ আগষ্ট রোজ বুধবার সকাল ১১ টায় দাকোপ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,দাকোপ প্রেসক্লাবের সম্মানিত সকল সিনিয়র সাংবাদিকবৃন্দ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে দাকোপ উপজেলায় দায়িত্বরত ক্যাপ-কমান্ডার মোঃ শাকিল আহমেদ ক্লাবের সকল সাংবাদিকদের সহিত মতবিনিময় ও সাধারণ ব্রিফিংয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করেন। ওই সময় বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত অফিসার ক্যাম্প কমান্ডার মোঃ শাকিল আহমেদ বলেন, দাকোপ উপজেলায় বিশেষ করে আসার পরে জমিজমা সংক্রান্ত সমস্যার কথা বেশি শোনা যাচ্ছে। ভূমিদস্যু, চাঁদাবাজি,দালাল,চামচাদের বিরুদ্ধে আমরা সর্বদা সজাগ। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা সঠিক তথ্য প্রমাণ সংগ্রহ করে সুনির্দিষ্ট সংবাদ প্রচার করবেন বলে এ দেশের মানুষ ও আমরা আসা করি। অনেকে এদেশের উপর ষড়যন্ত্র করতে বা চেষ্টায় লিপ্ত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের সকল প্রস্তুত চলছে।তাছাড়া পেইজবুকে বা অন্য কোন উপায়ে গুজব বা মিথ্যা সংবাদ প্রচার করলে সঠিক তথ্য পেলেই আইনগত ব্যবস্থা। এগুলো প্রতিবাদ বা পতিহত করতে পারেন গণমাধ্যমকর্মীরা আপনার।তাই বিশেষ করে ষড়যন্ত্র ও গুজবকারীদের প্রতি আমরা বিশেষ করে নজরে রাখেছে। পাশাপাশি আপনাদের সত্য নিষ্ঠা সংবাদ প্রচারের মাধ্যমে সুন্দর সমাজ ও দেশে শান্তি ফিরে আসবে এবং চলমান পরিস্থিতি আরো উন্নতি হবে বলে আসা করি।

পোস্টটি শেয়ার করুনঃ