oppo_0

ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের রামনগর গ্রামে তরমুজ বহন দুই শ্রমিকের মধ্য তর্কবিতর্ক ও মারধরের ঘটনা ঘটেছে। জানা যায়, রামনগর গ্রামের বাসিন্দা আঃ রাজ্জাক সরদারের পুত্র আল- আমিন সরদার তরমুজ মৌসুমে দুইটি গাড়ি তরমুজ বহন করার জন্য নিজ দায়িত্বে চালক ধারা ভাড়ায় পরিচালনা করে আসছিল। তারই সুত্র ধরে গত ইং ৪ মে আনুমানিক বিকাল সাড়ে ৫ টার সময়। রামনগর বঙ্গবন্ধু স্কুলের আড়ো রাস্তা নামক স্থানে গাড়িতে তরমুজ উঠানোর জন্য অবস্থান করে। তখন একই এলাকার বাসিন্দা তরমুজ বহন শ্রমিক সত্যগ্রহন মন্ডলের পুত্র রমাকান্ত মন্ডল, তরমুজ উঠানো নিয়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। হঠাৎ পাশে থাকা জিয়ালের কচা ভেঙ্গে আলামিনকে বেধড়ক মারধর করে। তার পুরুষাঙ্গে সজোরে লাথি মারে এবং পুরুষাঙ্গ থেকে রক্তক্ষরণও হয়। সে মাটিতে লুটে পড়ে ও অজ্ঞান হয়ে পড়ে। তার কাছে থাকা শ্রমিকদের দিন মজুরীর (একুশ হাজার) ২১,৫০০ টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন আলামিনকে পড়ে থাকতে দেখে সকলের সহযোগিতায় জরুরী অবস্থায় দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে উপস্থিত হয়ে দেখা যায়, আলামিন হাসপাতালের বেডে সুয়ে আছে,সে পুরুষাঙ্গের জ্বালাযন্ত্রনায় চটপট করেছে।সে আলোর খবরকে বলেন, আমি পুরোপুরি সুস্থ নয়। পুরুষাঙ্গ দিয়ে অনেক যন্ত্রনা অনুভব করেছি। তাছাড়া দায়িত্বরত চিকিৎসক বলেন, তার অবস্থা এখনো পর্যন্ত আশংকাজনক।এ রিপোর্ট লেখা পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর প্রস্তুতি চলছিল। অন্য দিকে আইনের সহযোগিতা নিতে আলামিনের বাবা বাদী হয়ে জড়িত রমাকান্ত মন্ডলের বিরুদ্ধে দাকোপ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পোস্টটি শেয়ার করুনঃ