দাকোপে জোরপূর্বক জমিদখল (বাসা)ঘর পুড়ানোর অভিযোগ


মোঃ মিজানুর রহমান ফরাজী,দাকোপ উপজেলা প্রতিনিধিঃ দু’পক্ষের মধ্যে জমিজমা বিরুদ্ধের জেরে জোরপূর্বক জমি দখল ও জমির উপর থাকা (বাসা) ঘর পুড়ানোর ঘটনা ঘটেছে।খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের কাঁকড়া বুনিয়া গ্রামের বাসিন্দা ভবতোষ রায় ওরফে মন্ডলের সহিত একই এলাকার বাসিন্দা তপন রায় ওরফে মন্ডল ৫২)ও প্রশান্ত রায় ওরফে মন্ডল (৫০),উভয় পিং-মৃত নটবর রায়,সাং-কাঁকড়াবুনিয়া, দাকোপ খুলনার সহিত দীর্ঘ দিন জমিজমা সংক্রান্ত বিরুদ্ধ চলে আসছিল। তারই সুত্রধরে গত ইং ৩১/০১/২০২৫ তারিখ আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টায় ভবতোষ রায় ওরফে মন্ডলের জমির উপর থাকা বাসা ঘর লুটপাট ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভবতোষ রায় ওরফে মন্ডল বাদী হয়ে দু’জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় একখানা অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন, বানিশান্তা মৌজার ৪১০নং খতিয়ানের ৭.৩৭ একর জমির মধ্যে ১৬বিঘা জমি নিজ দখলে রেখে আমন ফসলী ধানসহ বর্তমানে জমি তরমুজ চাষে প্রস্তুত সম্পন্ন হয়। এরই মধ্যে তপন রায় ওরফে মন্ডল ও প্রশান্ত রায় ওরফে মন্ডলের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল বাসা ঘরে থাকা স্যার ওষুধসহ অন্যান্য প্রায় ২ লক্ষ টাকার মালামালের ক্ষতি সহ বাসা ঘর পুড়িয়ে দেয়। ওই সময় আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। অন্যান্যরা সবাই স্থান ত্যাগ করলেও দু’জনকে চিনতে পারে।এ ঘটনার বিষয় তপন রায় ওরফে মন্ডল ও প্রশান্ত রায় ওরফে মন্ডলের নিকট জানতে চাইলে, তারা বলেন, আমাদের জমি আমাদের দখলে রয়েছে। আমরা কারো জমিতে যাইনি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এ জমি নিয়ে কোর্ট মামলা চলমান।তাছাড়া আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে,সব মিথ্যা বানোয়াট। এ ঘটনায় ভবতোষ রায় ওরফে মন্ডলের পরিবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এবং সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।