দাকোপে জাতীয় দূর্যোগ ও নারী দিবস পালন


মোকলেচুর রহমানঃ দাকোপে পৃথক পৃথক ভাবে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবস দু’টি পালনে দাকোপ উপজেলা প্রশাসন ও স্ব স্ব দপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা সদরে পৃথক ভাবে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী শেষে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে অনুষ্ঠিত উভয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। “দূর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই শ্লোগানে অনুষ্ঠিত জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।একই স্থানে “অধিকার সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই শ্লোগানে নারী দিবসের পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, সিপিপি দাকোপের সহপরিচালক এমডি আলমগীর হোসেন, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, সিপিপির টিম লিডার দেবাশীষ ঢালী, উপজেলা এনজিও ফোরামের ম্যানেজার জাহাঙ্গীর পলাশ, নবলোক এনজিও এর ইকবল হোসেন, জেজেএস শিশু ফোরামের মুন মন্ডল প্রমুখ। দুটি অনুষ্ঠানে বেসরকারী উন্নয়ন সংস্থা এ্যাডরা, জেজেএস, হীড বাংলাদেশ, উত্তোরন, সুশীলন, শালোম, ডিসিএফ, আদদ্বীন, নবলোক, কম্পোশন, কারিতাস, আশার প্রদীপ, এসডিডি ডাব্লুউ, উলাসী সৃজনী সংঘ ও এনজিও ফোরাম সহযোগীতা করেন।