দাকোপের বানিশান্তায় জয়ন্ত মন্ডল কুমিরের মুখ থেকে ক্ষত-আঘাত নিয়ে ফিরে এলেন


ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা সুন্দরবন ঘেঁষা বানিশান্তা ইউনিয়ন। এই ইউনিয়নের বেশির ভাগ মানুষ হতদরিদ্র গরীব পরিবারের সদস্য। প্রতিনিয়ত দূর্যোগ প্রতিকূল আবহাওয়ার সাথে সংগ্রাম যুদ্ধ করে বেঁচে থাকতে হয়।পাশাপাশি সুন্দরবনে বিভিন্ন জীবন জীবিকার দাগিদে ও নদীতে জেলের কাজে জীবিকা নির্বাহ করে এক মুটা ভাত যোগান।কোন কোন সময় পড়তে হয় বাগের মুখে, আবার কোন কোন সময় কুমিরের মুখে। কেহ ফিরে আসে, আবার কেহ না ফিরার দেশে চলে যায়। সব মিলে এ যেন জীবন মরনের খেলা। গত ২৪ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকাল আনুমানিক ৩ টায়। উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরীব পরিবারের যুবক জয়ন্ত মন্ডল (২১) নদী পথে সুন্দরবনে প্রবেশ করার মহূর্তে কুমিরে আক্রমণ করে। ওই সময় কুমিরের আক্রমণের এক পর্যায়ে দস্তদোস্তি ও দু’পায়ে মারাত্মক জখম ও ক্ষত নিয়ে প্রানে বেঁচে বাড়ি ফেরেন। সে ওই এলাকার বাসিন্দা শচীন মন্ডলের পুত্র।এ বিষয় ওই ওয়ার্ডের ইউপি সদস্য মুটোফোনে জানান,রোগীকে স্থানীয় বানিশান্তা বাজার ডাঃ উত্তম মন্ডল পল্লী চিকিৎসক তার কাছে চিকিৎসা নিয়েছেন।রোগীর অবস্থা এখন মুটামুটি ভালো।