û

ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলার বাজুয়া এস এন কলেজের পরিত্যাক্ত ভবনে বাংলাদেশ সরকারের নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী ছাত্র লীগের জন্মদিন পালন করায় ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৪ জানুয়ারি রাত আনুমানিক ৮ টার সময় ছাত্র লীগের জন্মদিন পালন করে। জানা যায়,দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নে চুনকুড়ি গ্রামের জিয়াউর রহমানের পু্ত্র মানিক শেখ (২০), বাজুয়া ইউনিয়নের সুজিত দাসের পুত্র দীপু দাস (২১, সাগর) ও বানিয়াশান্তা ইউনিয়ন আমতলা গ্রামের পলাশ বিশ্বাসের পুত্র শান্ত বিশ্বাস (২২)। আটকৃতদের মধ্যে শান্তকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এ বিষয় দাকোপ থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃতরা রবিবার রাতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রাষ্ট্রীয় সম্পদ ধংস করার পরিকল্পনা কারী উল্লেখ করে বানিশান্তা ইউনিয়ন খেজুরিয়া গ্রামের মোঃ রাজু খান বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে আরো ১০/১৫ জনকে অজ্ঞাত করে সন্ত্রাস বিরোধী আইনে দাকোপ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১ তাং ০৬/০১/২০২৫। আটক কৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ