দাকোপে চেয়ারম্যান সুদেব কুমার রায় ও ইউপি সদস্য গৌতম মন্ডল সতীশে সততায় মুগ্ধ

ডেস্ক রিপোর্টঃ চেয়ারম্যান সুদেব কুমার রায় ও ইউপি সদস্য গৌতম মন্ডল (অতীশ) মানবিক পরিচয়ে মুগ্ধ। বানিশান্তা ইউনিয়নের চেয়ারম্যান সুদেব কুমার রায় ও ইউপি সদস্য গৌতম মন্ডলের সততা আর ব্যবহারে মুগ্ধ জনগন। উন্নয়নের তারিপে ভাসছে এলাকা। খুলনার দাকোপ উপজেলা ৯নং ইউনিয়ন বানিশান্তা চেয়ারম্যান সুদেব কুমার রায় ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য গৌতম মন্ডল অতিশের আচার-আচরণ জনগন খুশি। এলাকায় খবর নিয়ে জানা যায়, চেয়ারম্যানের সাথে এক যোগে উন্নয়নের ধারা বজায় রেখেছেন। রাস্তা-ঘাট মসজিদ,মন্দিরসহ এলাকায় একাদিক উন্নয়নমুলক কাজ হয়েছে। বানিশান্তা ইউনিয়নের পাড়া মহল্লায় এখন ইট ও পিসের রাস্তা। চলাচলে এক এলাকা থেকে অন্য এলাকায় যোগাযোগে ব্যবস্থা সন্তোষজনক।গৌতম মন্ডল সতীশ ইউপি সদস্যের দায়িত্ব গ্রহন করার পর থেকে জনগনের খোঁজখবর নেওয়াসহ অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আজ ইং ১৬ অক্টোবর ২নং ওয়ার্ডের এক বৃদ্ধ লোক জানান, সুদেব কুমার রায় চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকায় উন্নয়নের জোয়ার বয়ছে। এখন আমরা অনেক শান্তিতে বসবাস করছি। আগে লাউডোব বাজার যেতে অনেক কাঁদা মাটির সাথে যুদ্ধ করে যেতে হতো। এখন সব জায়গায় পিসের রাস্তা। চেয়ারম্যান ও ইউপি সদস্যকে মানবিক মানুষ বলে এলাকায় জোয়ার উঠেছে। গৌতম মন্ডল অতীষ আলোর খবরকে জানান, আমি যত দিন বেঁচে আছি, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষের সেবা করে যেতে চাই। আমি ও আমার চেয়ারম্যান সব সময় আমরা জনগনের পক্ষে আছি। তিনি আরো বলেন, জনগনই আমাদের শক্তি, মানুষ হিসেবে অনেক সময় চলার পথে ভুলবিভ্রান্তি হতই পারে। অনেক অসাধু লোকে ষড়যন্ত্র করে। কিন্তু, ষড়যন্ত্র করে কিছুই করতে পারে না। ঈশ্বর আমাদের সাথে আছেন। তাই যত দিন বেঁচে আছি। অসহায় মানুষের পাশে আমি ও আমার চেয়ারম্যান এক সাথে সততা নিয়ে জনগনের পাশে থাকতে চাই।

পোস্টটি শেয়ার করুনঃ