দাকোপে চালনার বৌমার গাছতলায় সরকারি রাস্তা দখল করে দোকানদারি
দাকোপে চালনার বৌমার গাছতলায় সরকারি রাস্তা দখল করে দোকানদারি
ডেস্ক রিপোর্টঃ দাকোপের বৌমার গাছতলায় সরকারি রাস্তার উপর দিয়ে দোকান ও কাঠ সমিল গুলো লাইসেন্স ছাড়া চলছে।চালনার বৌমার গাছতলার সরকারি রাস্তার উপর দিয়ে দোকান ও কাঠ সমিল মিল গুলো রাস্তার উপর দিয়ে রাখায় গাড়িসহ জনসাধারণের যাতায়াতের চরম সমস্যা পোহাতে হচ্ছে। তাছাড়া কাঠের গুড়া ধূলাবালিতে পরিবেশ দূষিত হচ্ছে। গত কাল (১৯ ডিসেম্বর) মঙ্গল বার বিকাল সাড়ে চারটায় দিকে বৌমার গাছতলা নামক স্থান স্লুইস গেটসহ রাস্তার উপর দু’ধারে কিছু স্থানীয় বসতি সুবিধাবাদী ব্যক্তিরা দোকান দিয়ে গাড়ি চলাচলে চরমঝুঁকিতে ফেলছে। স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, এভাবে রাস্তার উপর দোকান নিয়ে বসলে, গাড়ি চলাচল ও মানুষের যাতায়াতে চরম সমস্যা হয়। তাছাড়া কিছু স্থানীয় ব্যবসায়ীরা দোকান দিয়ে জায়গা দখল নিয়ে ব্যস্ত। তিনি আরোও বলেন পাশাপাশি কাঠ সমিল গুলোও নজর আনার দরকার। সরজমিনে উপস্থিত হয়ে দেখা যায়,রাস্তার উপর দিয়ে কাচা মাল,ফলের দোকান নিয়ে একাদিক দোকান বসে আছে। পাশাপাশি ইন্জিন ভ্যান নিয়ে গেটের ঠিক রাস্তার উপর গেটের উত্তর পাশে রাস্তা আটকিয়ে রেখেছে ভ্যানচালকেরা। গোপনে আর একটি বিষয় জানা যায়, গেট নির্মানের পূর্বে দখলীরা উক্ত স্থান চিহ্নিত করে পূর্বের দখলী জায়গা ধরে রাখার চেষ্টা করছে। দাকোপ উপজেলা প্রশাসন কঠোর ভুমিকা রাখে উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।